সূচনাঃ'মা' শব্দটি আমার কাছে খূবই প্রিয়। এই পৃথিবীতে আগমনের পূর্ব পর্যন্ত তিনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন। যখন আমি কেবল শিশু ছিলাম তখন তিনি আমাকে স্তন্য পান করিয়েছেন এবং এভাবে আমি বড় হয়ে উঠেছি। আমি কখনও আমার মাকে ভুলতে পারি না। আমার সকল স্বপ্ন তাকে নিয়ে। আমি পাগল হয়ে যাই যখন আমি তাকে দেখতে না পাই। যে কোন বিপদে তিনি আমার আশ্রয়স্থান।
মায়ের ধর্মীয় মর্যদাঃপরিবারে মায়ের স্থান অনেক উপরে। ইসলাম ধর্মে বর্নিত আছে "মায়ের পদতলে সন্তানের বেহেস্ত।" আল্লাহ নির্দেশ করেছেন, তোমরা আমার ব্যতীত যদি অন্য কাউকে সেবা করতে চাও তাহলে তোমাদের পিতা মাতার সেবা কর। সকল ধর্মেই মায়ের প্রতি সম্মান দেখানো হয়েছে।
আমার ব্যস্ততম মাঃআমার মা একজন গৃহীনি। আমাদের সাত সদস্যবিশিষ্ট সংসারের যাবতীয় গৃহস্থালীর কাজ কর্ম তাকে করতে হয়। তিনি আমাদের সেবা যত্ন করেন এবং পিতাকেও বিভিন্ন কাজে সাহায্য করেন। তিনি নিজেই আমাদের পোশাক তৈরী করে দেন। তিনি আমাদের দেখা শুনা, কাপড় ধোয়া, ঘর পরিস্কার প্রভৃতি কাজ করে থাকেন। সংসার রক্ষনাবেক্ষনের ব্যাপারে তার ভুমিকা খুবই প্রশংসনীয়। কাজ করতে তিনি ক্লান্তি বোধ করেন না। আমি অবাক হয়ে যাই যে তিনি খুব সকাল থেকে কাজ শুরু করেন এবং অবিরাম কাজ করতে থাকেন। আমাদের পরিবারের সাবাই তার বুদ্ধিমত্তার প্রশংসা করে। স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে তিনি খুবই সচেতন। আমরা যখন আসুস্থ্ হই তখন তিনি আমাদের সেবা করেন। আমি আমার মাকে নিয়ে খুব গর্বিত।
আমার বিষন্ন মাঃআমার মা একজন স্নাতক ড্রিগ্রীধারিনী। এমনকি তখন থেকেই তিনি স্পষ্টত একজন গৃহিনী । তিনি যে কোন মর্যাদাপূর্ণ চাকুরী করতে সক্ষম। কিন্তু আমার পিতা তাকে বাহিরের কাজ কর্ম করা থেকে বিরত রেখেছেন। পিতার রক্ষনশীল মনোভাবের জন্য মা তার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু তার পক্ষে কিছুই করার ছিল না। এমনকি আজও আমার মা পিতার অবিচারের কথা ভূলতে পারে নাই।
উপসংহারঃমা এবং মাতৃভূমি স্বর্গ থেকেও উত্তম। আমার মা-ই হচ্ছে আমার জীবন। আমি আমার মাকে ছাড়া কিছু চিন্তা করতে পারি না। আমি আমার জীবনের চেয়ে মাকে বেশী ভালবাসি।
0 Comments